বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

Andul Dutta Choudhury Bari History and Durga Puja, Andul, Howrah


আন্দুল  দত্ত  চৌধুরী  বাড়ির  ইতিহাস  ও  দুর্গা  পূজা,  আন্দুল,  হাওড়া

             শ্যামল  কুমার  ঘোষ


ঠিকানা : চৌধুরী  পাড়া  লেন।  ( আন্দুল  ব্যায়াম  সমিতির  কাছে  )

            সংক্ষিপ্ত  ইতিহাস :  আদিশূরের  সময়ে  পুরুষোত্তম  দত্ত  পাঁচ  ব্রাহ্মণের  সঙ্গে  এদেশে  এসেছিলেন।  পুরুষোত্তম  দত্ত  বাংলার  বালি  গ্রামে  বসতি  স্থাপন  করেন।  তাঁর  উত্তর  পুরুষ  তেকড়ি  দত্ত  পিতার  ধন-সম্পদসহ  বালি  থেকে  বাস  উঠিয়ে  আন্দুলে  এসে  বসবাস  শুরু  করেন।  তিনি  ২৫২  বিঘা  জমির  উপর  প্রাসাদ,  দেবালয়  ইত্যাদি  নির্মাণ  করেন।  পরে  বাংলার  নবাব  কর্তৃক  'চৌধুরী'  উপাধি  লাভ  করেন।  তখন  থেকে  এই  বংশ  আন্দুলের  ''দত্ত  চৌধুরী''  বংশ  বলে  পরিচিতি  লাভ  করে। 

            এই  পরিবারের  রামশরণ  দত্তচৌধুরী ( ১৫৪৮ - ১৬০৬ খ্রী )  প্রথম  এই  বাড়িতে  দুর্গা  পূজা  শুরু  করেন। 

সঙ্গের  ছবিগুলো  ২০১৮  সালের  ষষ্ঠীর  দিন  তোলা।


বাড়ির ঠাকুরদালান 

প্রতিমা - ১

প্রতিমা - ২

প্রতিমা - ৩

       কী  ভাবে  যাবেন ?

           আন্দুল  দত্ত  চৌধুরী  বাড়ি  যেতে  হলে  হাওড়া  স্টেশন  থেকে  আন্দুলের  বাসে  উঠে  আন্দুল  বাজারে  নামুন।  সেখান  থেকে   টোটোতে  বা  হেঁটে  আন্দুল  দত্ত  চৌধুরী  বাড়ি।

                                                 *******

২টি মন্তব্য: