আন্দুল দত্ত চৌধুরী বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, আন্দুল, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
ঠিকানা : চৌধুরী পাড়া লেন। ( আন্দুল ব্যায়াম সমিতির কাছে )
সংক্ষিপ্ত ইতিহাস : আদিশূরের সময়ে পুরুষোত্তম দত্ত পাঁচ ব্রাহ্মণের সঙ্গে এদেশে এসেছিলেন। পুরুষোত্তম দত্ত বাংলার বালি গ্রামে বসতি স্থাপন করেন। তাঁর উত্তর পুরুষ তেকড়ি দত্ত পিতার ধন-সম্পদসহ বালি থেকে বাস উঠিয়ে আন্দুলে এসে বসবাস শুরু করেন। তিনি ২৫২ বিঘা জমির উপর প্রাসাদ, দেবালয় ইত্যাদি নির্মাণ করেন। পরে বাংলার নবাব কর্তৃক 'চৌধুরী' উপাধি লাভ করেন। তখন থেকে এই বংশ আন্দুলের ''দত্ত চৌধুরী'' বংশ বলে পরিচিতি লাভ করে।
এই পরিবারের রামশরণ দত্তচৌধুরী ( ১৫৪৮ - ১৬০৬ খ্রী ) প্রথম এই বাড়িতে দুর্গা পূজা শুরু করেন।
সঙ্গের ছবিগুলো ২০১৮ সালের ষষ্ঠীর দিন তোলা।
কী ভাবে যাবেন ?
সংক্ষিপ্ত ইতিহাস : আদিশূরের সময়ে পুরুষোত্তম দত্ত পাঁচ ব্রাহ্মণের সঙ্গে এদেশে এসেছিলেন। পুরুষোত্তম দত্ত বাংলার বালি গ্রামে বসতি স্থাপন করেন। তাঁর উত্তর পুরুষ তেকড়ি দত্ত পিতার ধন-সম্পদসহ বালি থেকে বাস উঠিয়ে আন্দুলে এসে বসবাস শুরু করেন। তিনি ২৫২ বিঘা জমির উপর প্রাসাদ, দেবালয় ইত্যাদি নির্মাণ করেন। পরে বাংলার নবাব কর্তৃক 'চৌধুরী' উপাধি লাভ করেন। তখন থেকে এই বংশ আন্দুলের ''দত্ত চৌধুরী'' বংশ বলে পরিচিতি লাভ করে।
এই পরিবারের রামশরণ দত্তচৌধুরী ( ১৫৪৮ - ১৬০৬ খ্রী ) প্রথম এই বাড়িতে দুর্গা পূজা শুরু করেন।
সঙ্গের ছবিগুলো ২০১৮ সালের ষষ্ঠীর দিন তোলা।
![]() |
বাড়ির ঠাকুরদালান |
![]() |
প্রতিমা - ১ |
![]() |
প্রতিমা - ২ |
![]() |
প্রতিমা - ৩ |
কী ভাবে যাবেন ?
আন্দুল দত্ত চৌধুরী বাড়ি যেতে হলে হাওড়া স্টেশন থেকে আন্দুলের বাসে উঠে আন্দুল বাজারে নামুন। সেখান থেকে টোটোতে বা হেঁটে আন্দুল দত্ত চৌধুরী বাড়ি।
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
~ Thank you for coming. Please visit again.
উত্তরমুছুন~ Thank you coming, please visit again.
উত্তরমুছুনD.D. Chaudhury
DUTTA CHAUDHURY FAMILY
Andul, Howrah.