রানাঘাট পাল চৌধুরী বাড়ির ইতিহাস ও
দুর্গা পূজা, রানাঘাট, নদিয়া
শ্যামল কুমার ঘোষ
সংক্ষিপ্ত ইতিহাস : নদিয়া জেলার মহকুমা শহর রানাঘাট। রানাঘাটের জমিদারদের অন্যতম 'পাল চৌধুরী' বংশ। 'পাল চৌধুরী' নদিয়ারাজ কর্তৃক প্রদত্ত উপাধি। এই বংশের পূর্বপুরুষ কৃষ্ণ চন্দ্র পান্তি অতি সাধারণ অবস্থা থেকে নিজের চেষ্টায় প্রচুর ভূসম্পত্তির অধিকারী হন। কথিত আছে, একবার আড়ংঘাটার যুগলকিশোর মন্দিরের ধানের গোলা আগুনে পুড়ে গেলে কৃষ্ণ পান্তি খুব কম দামে ওই গোলা কিনে নেন। কৃষ্ণ পান্তি ওই ধান বিক্রি করে প্রচুর লাভ করেন। কারণ গোলার ধান উপরের দিকের সামান্যই পুড়ে ছিল, কিন্তু নিচের ধান ভালই ছিল। সেই থেকেই তাঁদের বিপুল বৈভবের শুরু। যশোরের অন্তর্গত সাঁতোরে তাঁদের জমিদারি ছিল। স্কুল প্রতিষ্ঠা ও অন্যান্য কাজে পাল চৌধুরীদের অনেক অবদান আছে। পাল চৌধুরী পরিবারের এখন সে বৈভব না থাকলেও এখনও তাঁদের পাঁচ খিলানযুক্ত ঠাকুরদালানে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
নিচের ঠাকুরদালানের ছবিটি ২০১৬ সালে তোলা। অন্যান্য ছবিগুলো ২০১৮ সালের অষ্টমীর দিন তোলা।
![]() |
দূর্গা প্রতিমা - ১ |
![]() |
ঠাকুরদালান |
![]() |
দূর্গা প্রতিমা - ২ |
![]() |
দূর্গা প্রতিমা - ৩ |
![]() |
দূর্গা প্রতিমা - ৪ |
কী ভাবে যাবেন ?
রানাঘাটের পাল চৌধুরী বাড়ি যেতে হলে শিয়ালদহ থেকে লালগোলা পাসেঞ্জার, রানাঘাট, শান্তিপুর, গেদে বা কৃষ্ণনগর লোকালে উঠুন। নামুন রানাঘাটে। স্টেশন থেকে রিকশায় বা টোটোতে পৌঁছে যান পাল চৌধুরী বাড়ি। রানাঘাট থেকে কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, গেদে, বনগাঁ ও শিয়ালদেহের ট্রেন পাওয়া যায়। ৩৪ নং জাতীয় সড়ক ধরেও রানাঘাট যেতে পারেন। শিয়ালদহ থেকে রানাঘাট যেতে ট্রেনে সময় লাগে দু ঘন্টা।
সহায়ক গ্রন্থাবলি :
১. নদিয়া জেলার পুরাকীর্তি : মোহিত রায় ( তথ্য সংকলন ও গ্রন্থনা )
২. Nadia Gazetteer - Chapter XVI
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন