সাউ বাড়ির দুর্গা পূজা, ধান্যকুড়িয়া, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
সহায়ক গ্রন্থ :
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত একটি গ্রাম ধান্যকুড়িয়া। কলকাতা থেকে দূরত্ব ৫২ কিমি। অনেক আগে এটি ছিল সুন্দরবনের অন্তর্গত। জঙ্গলাকীর্ণ, লবণাক্ত ও শ্বাপদসংকুল এলাকা। ১৭৪২ খ্রীষ্টাব্দে বাংলায় মারাঠা আক্রমণের সময়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নদিয়া থেকে ধান্যকুড়িয়া এসে বসতি স্থাপন করেন জগন্নাথ দাস। স্থানটিকে বাসযোগ্য করে তুলতে জগন্নাথ ও তার পুত্র রত্নেশ্বর প্রবল প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছিলেন। ধীরে ধীরে গড়ে ওঠে গ্রাম। ধান্যকুড়িয়ার সমৃদ্ধি ঘটলে অনেক পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। এঁদের মধ্যে নদিয়া জেলার রানাঘাটের ফতেপুর থেকে এসেছিলেন সাউ পরিবার। পরিবারের কৃতী সন্তানদের অন্যতম যাদবরাম, পতিতচন্দ্র ও উপেন্দ্রনাথ। সাউ পরিবার ছিল ধান্যকুড়িয়ার জমিদার। সাউ পরিবারের দোতালা বাড়িটি এখানকার একটি দ্রষ্টব্য। বাড়ির ভিতর পাঁচ খিলানবিশিষ্ট ঠাকুর-দালান, সামনে উঠান। তাকে ঘিরে চকমিলানো সব ঘর। বাড়িটির কার্নিশের নিচে, প্রতিটি খিলান ও স্তম্ভের উপরে পঙ্খের নকশা, মূর্তি, ফুল ইত্যাদি অপূর্ব কাজ আছে। যদিও বাড়িটিতে অযত্নের ছাপ স্পষ্ট। প্রতি বছর এই বাড়িতে আড়ম্বর সহকারে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
সাউ বাড়িতে যেতে হলে ধর্মতলা বা উল্টাডাঙ্গা থেকে বসিরহাট গামী বাসে উঠুন। নামুন টাকি রোডের উপর অবস্থিত ধান্যকুড়িয়া স্টপেজে। সেখান থেকে মোটর ভ্যানে গ্রাম। বসিরহাটের বাস না পেলে প্রথমে বাসে বারাসত। সেখান থেকে আর একটি বাসে বেড়াচাঁপা। বেড়াচাঁপা থেকে ট্রেকারে ধান্যকুড়িয়া। ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে হাসনাবাদ গামী ট্রেনে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামুন।
পরিদর্শনের তারিখ : ০৬.১০.২০১৯
খিলানের উপরের পঙ্খের কাজ - ১ |
বাহিরের দেওয়ালে পঙ্খের কাজ |
খিলান ও স্তম্ভের উপরে পঙ্খের কাজ - ১ |
খিলান ও স্তম্ভের উপরে পঙ্খের কাজ - ২ |
খিলান ও স্তম্ভের উপরে পঙ্খের কাজ - ৩ |
স্তম্ভের উপরের দিকে পঙ্খের কাজ - ১ |
খিলানের উপরের পঙ্খের কাজ - ২ |
খিলানের উপরের পঙ্খের কাজ - ৩ |
পাঁচ খিলানবিশিষ্ট ঠাকুর দালান |
পঙ্খের নকশা |
খিলানের উপরের পঙ্খের কাজ - ৪ |
খিলানের উপরের পঙ্খের কাজ - ৫ |
খিলানের উপরের পঙ্খের কাজ - ৬ |
স্তম্ভের উপরের দিকে পঙ্খের কাজ - ২ |
স্তম্ভের উপরের দিকে পঙ্খের কাজ - ৩ |
পঙ্খের কাজ |
খিলানের কাজ - ১ |
খিলানের কাজ - ২ |
বাড়ির উঠানে দেওয়া আলপনা |
সাউ বাড়ির প্রতিমা - ১ |
সাউ বাড়ির প্রতিমা - ২ |
সাউ বাড়ির প্রতিমা - ২ |
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন