গাইন বাড়ির দুর্গা পূজা, ধান্যকুড়িয়া, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত একটি গ্রাম ধান্যকুড়িয়া। কলকাতা থেকে দূরত্ব ৫২ কিমি। অনেক আগে এটি ছিল সুন্দরবনের অন্তর্গত। জঙ্গলাকীর্ণ, লবণাক্ত ও শ্বাপদসংকুল এলাকা। ১৭৪২ খ্রীষ্টাব্দে বাংলায় মারাঠা আক্রমণের সময়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নদিয়া থেকে ধান্যকুড়িয়া এসে বসতি স্থাপন করেন জগন্নাথ দাস। স্থানটিকে বাসযোগ্য করে তুলতে জগন্নাথ ও তার পুত্র রত্নেশ্বর প্রবল প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছিলেন। ধীরে ধীরে গড়ে ওঠে গ্রাম। ধান্যকুড়িয়ার সমৃদ্ধি ঘটলে অনেক পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। এঁদের মধ্যে অন্যতম গাইন পরিবার। এই পরিবারের মহেন্দ্রনাথ গাইন সুনাম অর্জন করে ছিলেন। ধান্যকুড়িয়ার গাইন বাগানবাড়ির খুব খ্যাতি ছিল। উদ্যানের দুর্গবাড়িটি এমনভাবে তৈরি যেখানে গরমকালে বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করত না। তাই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে ব্রিটিশ অফিসাররা এখানে অবসর সময় কাটাতেন। উত্তর চব্বিশ পরগণা তো বটেই বাংলার অন্য কোথাও এমন সুবৃহৎ বাগানবাড়ি ও তার প্রবেশ পথে এমন বিশাল তোরণ-দ্বার আছে কিনা আমার জানা নেই। এঁদের দোতালা বাড়িটিও ধান্যকুড়িয়ার একটি দ্রষ্টব্য। বাড়ির সামনে নহবত খানাটিও খুব সুন্দর। বাড়ির ভিতর তিন খিলানবিশিষ্ট ঠাকুর-দালান, সামনে উঠান। তাকে ঘিরে চকমিলানো সব ঘর। এই বাড়ির আর একটি পরিচয় শুটিং বাড়ি হিসাবে। বহু সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়েছে এই বাড়িতে। তার কয়েকটি নাম, গুরু দত্তের 'সাহেব বিবি গোলাম', উত্তমকুমারের 'সূর্যতপা', ঋতুপর্ণ ঘোষের 'সত্যান্বেষী', ফরাসি সিনেমা 'লা নুই বেঙ্গলি' ইত্যাদি। প্রতি বছর বাড়ির ঠাকুর-দালানে আড়ম্বর সহকারে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এই বাড়িতে প্রথম দুর্গা পূজা করেন গোবিন্দচন্দ্র গাইন। বৈষ্ণব মতে পূজা হয়, তাই কোন বলি হয় না। সন্ধিপূজাতে ১০৮ টি প্রদীপ জ্বালানো হয়।
কী ভাবে যাবেন ?
গাইন বাড়িতে যেতে হলে ধর্মতলা বা উল্টাডাঙ্গা থেকে বসিরহাট গামী বাসে উঠুন। নামুন টাকি রোডের উপর অবস্থিত ধান্যকুড়িয়া স্টপেজে। সেখান থেকে মোটর ভ্যানে গ্রাম। বসিরহাটের বাস না পেলে প্রথমে বাসে বারাসত। সেখান থেকে আর একটি বাসে বেড়াচাঁপা। বেড়াচাঁপা থেকে ট্রেকারে ধান্যকুড়িয়া। ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে হাসনাবাদ গামী ট্রেনে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামুন। সেখান থেকে টোটো বা অটো।
পরিদর্শনের তারিখ : ০৬.১০.২০১৯
|
গাইন বাগানবাড়ির তোরণদ্বার |
|
তোরণদ্বারের ভাস্কর্য ( ছুরি হাতে সিংহকে মারতে উদ্যত মানুষ ) |
|
গাইন বাগান বাড়িতে দুর্গ-বাড়ি |
|
গাইন বাড়ি - ১ |
|
গাইন বাড়ি - ২ |
|
বড় করে |
|
নহবতখানা - ১ |
|
নহবতখানা - ২ |
|
নহবতখানার কাজ - ১ |
|
নহবতখানার কাজ - ২ |
|
বাড়ির ঠাকুর-দালান |
|
প্রতিমা - ১ |
|
প্রতিমা - ২ |
|
প্রতিমা - ৩ |
সহায়ক গ্রন্থ :
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
*****
ধান্যকুড়িয়ার অন্য দুটি বাড়িতে দুর্গা পূজা দেখতে নিচের লিংকে ক্লিক করুন :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন