বল্লভ বাড়ির দুর্গা পূজা, ধান্যকুড়িয়া, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত একটি গ্রাম ধান্যকুড়িয়া। কলকাতা থেকে দূরত্ব ৫২ কিমি। অনেক আগে এটি ছিল সুন্দরবনের অন্তর্গত। জঙ্গলাকীর্ণ, লবণাক্ত ও শ্বাপদসংকুল এলাকা। ১৭৪২ খ্রীষ্টাব্দে বাংলায় মারাঠা আক্রমণের সময়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নদিয়া থেকে ধান্যকুড়িয়া এসে বসতি স্থাপন করেন জগন্নাথ দাস। স্থানটিকে বাসযোগ্য করে তুলতে জগন্নাথ ও তার পুত্র রত্নেশ্বর প্রবল প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছিলেন। ধীরে ধীরে গড়ে ওঠে গ্রাম। ধান্যকুড়িয়ার সমৃদ্ধি ঘটলে অনেক পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। এঁদের মধ্যে অন্যতম বল্লভ পরিবার। এই পরিবারের শ্যামাচরণ বল্লভ সুনাম অর্জন করে ছিলেন। সততা ও অধ্যবসায়ের দ্বারা তিনি অতি দীন অবস্থা থেকে বিশেষ ধনশালী হয়ে ওঠেন। পাটের ব্যবসায়ে তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। তাঁর ন্যায় দয়ালু ব্যক্তি অতি অল্পই দেখা যায়। একবার চব্বিশ পরগণা জেলায় দুর্ভিক্ষ উপস্থিত হলে তিনি পত্নীর উৎসাহে নিজের বাড়িতে একটি অন্নসত্র খোলেন এবং এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন কমপক্ষে দু' হাজার নরনারায়ণকে অন্নদান করেন। বল্লভদের প্রাসাদোপম বাড়িটি ধান্যকুড়িয়ার একটি দ্রষ্টব্য। বাড়ির ভেতর-বাইরের খিলান ও স্তম্ভের উপরে পঙ্খের নকশা, ফুল ইত্যাদি অপূর্ব কাজ আছে। বাড়ির ছাদে বিভিন্ন আকৃতির কয়েকটি মূর্তি আছে। সেজন্য স্থানীয় লোকেরা এই বাড়িকে পুতুল বাড়ি বলে অভিহিত করেন। বাড়ির চৌহদ্দির বাইরে এঁদের একটি নহবত খানা আছে। নহবতখানাটি ১৩০১-'০২ বঙ্গাব্দে নির্মিত। নির্মাণ করেন শ্যামাচরণ বল্লভ। কারিগর ছিলেন আড়বালিয়া গ্রামের গোপালচন্দ্র মিস্ত্রি। বাড়ির ভিতর তিন খিলানবিশিষ্ট ঠাকুর-দালান, সামনে উঠান। তাকে ঘিরে চকমিলানো সব ঘর। প্রতি বছর বাড়ির ঠাকুর-দালানে আড়ম্বর সহকারে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
বল্লভ বাড়িতে যেতে হলে ধর্মতলা বা উল্টাডাঙ্গা থেকে বসিরহাট গামী বাসে উঠুন। নামুন টাকি রোডের উপর অবস্থিত ধান্যকুড়িয়া স্টপেজে। সেখান থেকে মোটর ভ্যানে গ্রাম। বসিরহাটের বাস না পেলে প্রথমে বাসে বারাসত। সেখান থেকে আর একটি বাসে বেড়াচাঁপা। বেড়াচাঁপা থেকে ট্রেকারে ধান্যকুড়িয়া। ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে হাসনাবাদ গামী ট্রেনে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামুন।
পরিদর্শনের তারিখ : ০৬.১০.২০১৯
![]() |
বল্লভ বাড়ির পঙ্খের কাজ |
![]() |
বল্লভ বাড়ি - ১ |
![]() |
বল্লভ বাড়ি - ২ |
![]() |
বল্লভ বাড়ি - ৩ |
![]() |
বাড়ির বাইরের পঙ্খের কাজ - ২ |
![]() |
বাড়ির বাইরের পঙ্খের কাজ - ৩ |
![]() |
বাড়ির বাইরের পঙ্খের কাজ - ৪ |
![]() |
বাড়ির বাইরের পঙ্খের কাজ - ৫ |
![]() |
ঠাকুরদালান |
![]() |
ঠাকুরদালান ও বাড়ির একাংশ |
![]() |
বাড়ির ভিতরের পঙ্খের কাজ - ১ |
![]() |
বাড়ির ভিতরের পঙ্খের কাজ - ২ |
![]() |
বাড়ির ভিতরের পঙ্খের কাজ - ৩ |
![]() |
বাড়ির ভিতরের পঙ্খের কাজ - ৪ |
![]() |
বাড়ির ভিতরের পঙ্খের কাজ - ৪ |
![]() |
দালানের পঙ্খের কাজ - ১ |
![]() |
দালানের পঙ্খের কাজ - ২ |
![]() |
নহবতখানা |
![]() |
নহবতখানার পঙ্খের কাজ |
![]() |
প্রতিষ্ঠালিপি - ১ |
![]() |
প্রতিষ্ঠালিপি - ২ |
![]() |
প্রতিমা - ১ |
![]() |
প্রতিমা - ২ |
![]() |
প্রতিমা - ৩ |
সহায়ক গ্রন্থ :
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
২) বাংলায় ভ্রমণ : প্রথম খণ্ড ( পূর্ববঙ্গ রেলপথের প্রচার বিভাগ থেকে প্রকাশিত )
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন