শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

Bhattacharya Bari History and Durga Puja, Shibpur, Howrah


ভট্টাচার্য   বাড়ির  ইতিহাস  ও  দুর্গা  পূজা,  শিবপুর,  হাওড়া


      শ্যামল  কুমার  ঘোষ 

ভট্টাচার্য  বাড়ি :
১৭০/১  শিবপুর  রোড,  শিবপুর,  হাওড়া 

  সংক্ষিপ্ত  ইতিহাস হাওড়া  জেলার  শিবপুরের  প্রাচীন    জমিদার   রায়চৌধুরী  বংশের  প্রতিষ্ঠাতা  রাজা  রামব্রহ্ম  ( মুখোপাধ্যায় )।  তিনি  পৈতৃক  জমিদারির  তেরোটি  গ্রাম  ( শিবপুর,  রামকৃষ্ণপুর,  ব্যাতাইতলা,  ভাসি,  সলপ,  নিবড়া,  মাঝের  হাটি,  বাঁকড়া,  গোদা,  বেতড়,  চামরাইল,  নিতাঙ্কুর  ও  দেবীপাড়া  প্রভৃতি )  নিজের  ভাগে  পেয়ে  শিবপুরে  বসতি  শুরু  করেন।  রায়চৌধুরীদের  পুরোহিত  ছিলেন  এই  ভট্টাচার্য  পরিবার।  এঁরা  রায়চৌধুরীদের  সঙ্গে  একই  সময়ে  শিবপুরে  এসে  বসতি  স্থাপন  করেন।  বাড়ির  লাগোয়া  ঠাকুরঘরে  প্রতি  বছর  দুর্গাপূজা  অনুষ্ঠিত  হয়।    

  সঙ্গের  প্রতিমার  ছবি  ২০১৮  সালের  ষষ্ঠীর  দিন  তোলা।

প্রতিমা - ১

প্রতিমা - ২

প্রতিমা - ৩

কী  ভাবে  যাবেন ?
             শিবপুরের  ভট্টাচার্য  বাড়ি  যেতে  হলে  কলকাতার  রবীন্দ্রসদন  থেকে  চ্যাটার্জীহাট  গামী  বাসে  উঠুন।  চ্যাটার্জীহাট  থেকে  শিবপুর  রোড  ধরে  এগিয়ে  গেলে  পাবেন  ভট্টাচার্য  বাড়ি।  হাওড়া  স্টেশন  থেকে  বাসে  উঠে  শিবপুর  ট্রাম  ডিপোতে  নেমেও  রায়চৌধুরী  বাড়ি যেতে  পারেন।

                      ---------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা। 


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

      প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন