বটকৃষ্ণ পাল বাড়ির দুর্গা পূজা, শিবপুর, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
বটকৃষ্ণ পাল বাড়ি :
৩৮, নব গোপাল মুখার্জী লেন, শিবপুর, হাওড়া
সঙ্গের প্রতিমার ছবি ২০১৮ সালের ষষ্ঠীর দিন তোলা।
![]() |
বটকৃষ্ণ পাল বাড়ির প্রতিমা - ১ |
![]() |
বটকৃষ্ণ পাল বাড়ির প্রতিমা - ২ |
শিবপুরের বটকৃষ্ণ পালের বাড়ি যেতে হলে কলকাতার রবীন্দ্রসদন থেকে চ্যাটার্জীহাট গামী বাসে উঠুন। চ্যাটার্জীহাট থেকে শিবপুর রোড ধরে এগিয়ে গেলে নব গোপাল মুখার্জী লেনে পাবেন বটকৃষ্ণ পালের বাড়ি। হাওড়া স্টেশন থেকে বাসে উঠে শিবপুর ট্রাম ডিপোতে নেমেও বটকৃষ্ণ পালের বাড়ি যেতে পারেন। এটিই কাছে হবে।
********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন