মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

An Abandoned Wooden Rath, Rautara, Howrah District, West Bengal


একটি  পরিত্যক্ত  কাঠের  রথ,  রাউতারা,  হাওড়া

শ্যামল  কুমার  ঘোষ   

            হাওড়া  জেলার  আমতা  ২  নং  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  রাউতারা  বা  রাউতরা।  হাওড়া  স্টেশনের  হাওড়া  বাসস্ট্যান্ড  থেকে  ঝিকিরার  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  সময়  লাগে  ২  ঘন্টা  ১৫  মিনিট।  বাসটি  ঝিকিরার  হলেও  রাউতারা  পর্যন্ত  যায়।  ঝিকিরা  ও  রাউতারা  পাশাপাশি  দুটি  গ্রাম। এই  বাসস্ট্যান্ডের  পূর্ব দিকে  স্থানীয়  রায়  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  দামোদরের  একটি  বারোচালা  মন্দির  বর্তমান।  মন্দির  প্রাঙ্গণে  একটি  পরিত্যক্ত  কাঠের  রথ  অবহেলায়  নষ্ট  হচ্ছে।  আজকে  সেই  রথটিই  আলোচ্য  বিষয়।

             ভিত্তিবেদির  উপর  স্থাপিত  রথটি  পঞ্চরত্ন  আকৃতির।  রথটির  চার  কোণে  ক্ষোদিত  কাঠের  উপর  কৃষ্ণলীলা  বিষয়ক  বিভিন্য  কাহিনী  তুলে  ধরা  হয়েছে।  অনেকের  মতে  টেরাকোটা  মন্দিরের দেওয়ালের  কোণে  যে  'মৃত্যুলতা'  দেখা  যায়  তা  রথের  স্থাপত্য   থেকেই  এসেছে।  আলোচ্য  রথে  কাঠের  উপর  ফ্রেমের  মধ্যে  আঁকা  কয়েকটি  সুন্দর  চিত্রও  আছে।      

            ১৭৭৫  শকাব্দে  ( ১৮৫৩  খ্রীষ্টাব্দে )  রাম  চৌধুরী  রায়  রথটি  প্রতিষ্ঠা  করেন।  পরে  ১৮৫০  শকাব্দে  ( ১৯২৮  খ্রীষ্টাব্দে )  রথটির  সংস্কার  করা  হয়।

            পরিশেষে  রায়  বাড়ির  সকল  সদস্যের  প্রতি  আমার  আবেদন,  রথটিকে  ধ্বংসের  হাত  থেকে  রক্ষা  করুন।  অন্ততঃ  এর  উপর  একটি  আচ্ছাদন  করে  দিন।  বাংলার  প্রাচীন  তক্ষনশিল্পের  নিদর্শন  স্বরূপ  এই  রথটি  রক্ষা  করুন।
   

রথের  কাঠের  ভাস্কর্য - ১

প্রাচীন  পরিত্যক্ত  কাঠের  রথ 

রথের  মাঝের  অংশ 

রথের  কাঠের  ভাস্কর্য - ২

রথের  কাঠের  ভাস্কর্য - ৩

রাবণ  বধ 

কৃষ্ণের  বাল্যলীলা 

কুবলয়পীড়  নামক  হস্তী  নিধন  

দধি  মন্থন  ও  অন্য  চিত্র 

দধি  মন্থন

রাবণ 

কৃষ্ণ-বলরাম  ও  কালীয়  দমন 

কৃষ্ণ-বলরাম

কালীয়  দমন 

বস্ত্রহরণ  ও  অন্য  চিত্র 

মানভঞ্জন 

বস্ত্রহরণ

একটি  শিখরের  উপর  ভাস্কর্য 

কাঠের  ফুল 

কাঠের  নকশা 

শ্রীকৃষ্ণ  ও  অর্জুন 

কৃষ্ণ 

কালীয়  দমন 

অশোকবনে  সীতা 

  রাবণকে  জটায়ুর  বাধাদান 

কাঠের  ফলক - ১

কাঠের  ফলক - ২

কাঠের  ফলক - ৩

পরিদর্শনের তারিখ :  ১৫.০৮.২০১৮

                        ---------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা। 


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

      প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন