শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

Manik Pirer Darga, Rautara, Howrah


মানিক  পীরের  দরগা,  রাউতারা,  হাওড়া

শ্যামল  কুমার  ঘোষ   

            হাওড়া  জেলার  আমতা  ২  নং  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  রাউতারা  বা  রাউতরা।  হাওড়া  স্টেশনের  হাওড়া  বাসস্ট্যান্ড  থেকে  ঝিকিরার  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  সময়  লাগে  ২  ঘন্টা  ১৫  মিনিট।  বাসটি  ঝিকিরার  হলেও  রাউতারা  পর্যন্ত  যায়।  ঝিকিরা  ও  রাউতারা  পাশাপাশি  দুটি  গ্রাম। এই  বাসস্ট্যান্ডের  একটু  দক্ষিণে  রাস্তার  উপর  অবস্থিত  মানিক  পীরের  একটি  দরগা  আকারে  ছোট  হলেও  বেশ  গুরুত্বপূর্ণ।

              প্রায়  ভূমি  সমতলে  অবস্থিত  দোচালা  বা  একবাংলা  রীতির  দরগাটি  পূর্বমুখী।  এক  মুসলমান  পীরের  স্মৃতিরক্ষার্থে  এক  সভ্রান্ত  হিন্দু  কর্তৃক  ১৭৯৭  খ্রীষ্টাব্দে  এই  পুরাকীর্তিটি  দু  শ  বছরেরও  বেশি  সময়  ধরে  স্থানীয়  হিন্দু  ও  মুসলমান  সম্প্রদায়ের  মধ্যে  এক  স্থায়ী  মিলানসেতুরূপে  বিরাজমান।  স্থানীয়  বহু  হিন্দু  ও  মুসলমান  নরনারী  মানিক  পীরকে  শ্রদ্ধা-ভক্তি  করেন,  তাঁর  কাছে  মানত  করেন  এবং  মনস্কামনা  পূর্ণ  হলে  মানসিকের  পুজো  দিয়ে  যান।  ২ রা  বৈশাখ  পীরের  বাৎসরিক  উৎসব  অনুষ্ঠিত  হয়।  তখন  দরগা  প্রাঙ্গণে  মেলা  বসে,  মানিক  পীরের  গান  হয়।  দূরদূরান্তর  থেকে  বহু  হিন্দু-মুসলমান  ভক্তরা  এসে  উভয়  সম্প্রদায়ের  উপাস্য  এই  পীরকে  অন্তরের  শ্রদ্ধা  নিবেদন  করে  যান।  বর্তমান  সময়ে  একটি  শিক্ষণীয়  বিষয় :  দু  শ  বছরেরও  বেশি  সময়  ধরে  এক  হিন্দু  পরিবার  দরগাটি  চমৎকারভাবে  রক্ষা  করে  চলেছেন। 

            মন্দিরে  দুটি  প্রস্তর-ফলক  লাগানো  আছে।  প্রথমটির  পাঠ  "মানিক  পীর  ভরসা / সন  ১২০৪  সালে  তপস্বী  বাঞ্ছারাম  রায়ের / স্বনামধন্য  পুত্র  স্বর্গীয়  রামজয়  রায়  স্থাপিত  দরগা, /  তদীয়  বংশধরগণ  কর্তৃক  সংস্কার  হইল। / সন  ১৩৫৬  সাল,  ২ রা  বৈশাখ।"  দ্বিতীয়টির  পাঠ  :  "অতীত  ও  ঐতিহ্যের  প্রতি  শ্রদ্ধাজ্ঞাপনার্থে  /  সম্প্রীতির  নিদর্শন  এই  দরগা, /  প্রয়াত  চিত্তরঞ্জন  রায়ের /  স্ত্রী-পুত্র-কন্যাগণ  কর্তৃক  পুনঃসংস্কার  হইল। /  ২ রা  বৈশাখ,  ১৪২৪  বঙ্গাব্দ / রাউতরা,  কেরানীবাটি।"

            দরগাটির  পরিদর্শন  তারিখ :  ০৫.০৮.২০১৮ 

 
মানিক  পীরের  দরগা - ১

মানিক  পীরের  দরগা - ২

ফলক - ১

ফলক - ২  
 
  
    সহায়ক  গ্রন্থ : 

                 ১)  হাওড়া  জেলার  পুরাকীর্তি : তারাপদ  সাঁতরা

                        ---------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা। 


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

      প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে। 

             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন