কিন্নর, হিমাচল প্রদেশ, ভ্রমণ
( ২ য় পর্ব )
শ্যামল কুমার ঘোষ
সারাহানে একদিন থেকে ২২ নং জাতীয় সড়ক ধরে চলুন আরও এগিয়ে যাই। এগোলে কারচামের কাছে রাস্তা দু' ভাগে ভাগ হয়েছে দেখা যাবে। কারচামে শতদ্রু নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প আছে। আর আছে বাপসা-শতদ্রু'র সঙ্গম স্থল। এ দুটো দেখে কারচাম থেকে ডান দিকে পুরাতন ইন্দো-তিব্বতীয় বাণিজ্য পথ ধরে ১৭ কিমি গেলে আমরা পৌঁছে যাব সাংলা।
![]() |
কারচামে জলবিদ্যুৎ প্রকল্প |
সাংলা ( Sangla )
সাংলা উপত্যকা কারচামের কাছে শুরু, চিটকুলে শেষ। এই উপত্যকাকে অনেকে বাপসা উপত্যকাও বলে। ২৬৮০ মিটার ( ৮৭৯২ ফুট ) উচ্চতায় অবস্থিত সাংলা এই উপত্যকার প্রধান শহর। বাপসা নদী এই উপত্যকা দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এখানকার মাটি খুবই উর্বর। সাংলার চারিদিকে আপেল গাছে ভর্তি। আখরোট, খুবানি প্রভৃতি গাছও আছে। তিব্বতীয় ভাষায় 'সাং' কথার অর্থ আলো আর 'লা' কথার অর্থ গিরিপথ। অর্থাৎ আলোকোজ্জ্বল গিরিপথ। নামেই এর প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। ওক, পাইন, দেবদারু প্রভৃতি গাছে মোড়া এই উপত্যকা এশিয়ার সুন্দর উপত্যকা গুলির মধ্যে অন্যতম। সাংলার পাহাড়ি প্রকৃতিই প্রধান দ্রষ্টব্য। তুষারে ঢাকা পাহাড় চূড়া আর সবুজ উপত্যকার মাঝে সাংলা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সাংলার দক্ষিণে গাড়োয়াল আর উত্তরে কিন্নর-কৈলাশ। পাহাড়ের ঢালে সবুজের মাঝে ছবির মতো সুন্দর সব বাড়ি-ঘর। মাঝে-মাঝে পাহাড় কেটে ধাপ চাষ হচ্ছে। তার উপরে নীল আকাশের মাঝে তুষার-শৃঙ্গ। প্রকৃতির এই রূপ দেখে অবশ্যই মহিত হতে হয়।
সাংলার দর্শনীয় জায়গা গুলোর মধ্যে প্রধান কামরু দুর্গ। সাংলা বাজার থেকে ১ কিমি দূরে থানার কাছে কামরু গ্রামে কামরু দুর্গ। কাঠ ও পাথর দিয়ে তৈরী। মিনার আকৃতির এই দুর্গে উঠতে অনেক গুলো সিঁড়ি ভাঙতে হবে। দুর্গটি পাঁচ তলা। দুর্গের প্রধান ফটকে একটি বৌদ্ধ মন্দির আছে। দুর্গের তৃতীয় তলায় রয়েছে বদ্রীনাথ ও কামাক্ষা দেবীর মন্দির। মন্দিরের কাঠের উপর খোদাই করা কাজ খুবই সুন্দর। লোক বিশ্বাস কামাক্ষা দেবীর মূর্তিটি কয়েক শতাব্দী আগে অসম থেকে এখানে আনা হয়েছিল।
একদা কামরু বুশাহার রাজ্যের রাজধানী ছিল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের পূর্বপুরুষ অনেক রাজার রাজ্যাভিষেক এখানে হয়েছে। এখানে প্রবেশ করতে হলে মাথায় টুপি ও কোমরবন্ধ পড়তে হয়। সাংলার আলু বিখ্যাত। সাংলার বাজার থেকে সস্তায় শুকনো ফল কিনতে পারেন।
ক্রমশঃ
![]() |
সাংলা উপত্যকা - ১ |
![]() |
সাংলা উপত্যকা - ২ |
![]() |
সাংলা উপত্যকা - ৩ |
![]() |
সাংলা উপত্যকা - ৪ |
![]() |
সাংলার দক্ষিণের পর্বত শৃঙ্গ - ১ |
![]() |
সাংলার দক্ষিণের পর্বত শৃঙ্গ - ২ |
![]() |
আপেল সংগ্রহ |
![]() |
বাজারে পাঠানোর আগে |
![]() |
সাংলার আকাশে অস্তায়মান সূর্যের আলো |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ১ |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ২ |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ৩ |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ৪ |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ৫ |
![]() |
সাংলা থেকে অস্তায়মান সূর্যের আলোতে কিন্নর-কৈলাশ - ৬
কামরু দুর্গ ( Kamru Fort )
|
সাংলার দর্শনীয় জায়গা গুলোর মধ্যে প্রধান কামরু দুর্গ। সাংলা বাজার থেকে ১ কিমি দূরে থানার কাছে কামরু গ্রামে কামরু দুর্গ। কাঠ ও পাথর দিয়ে তৈরী। মিনার আকৃতির এই দুর্গে উঠতে অনেক গুলো সিঁড়ি ভাঙতে হবে। দুর্গটি পাঁচ তলা। দুর্গের প্রধান ফটকে একটি বৌদ্ধ মন্দির আছে। দুর্গের তৃতীয় তলায় রয়েছে বদ্রীনাথ ও কামাক্ষা দেবীর মন্দির। মন্দিরের কাঠের উপর খোদাই করা কাজ খুবই সুন্দর। লোক বিশ্বাস কামাক্ষা দেবীর মূর্তিটি কয়েক শতাব্দী আগে অসম থেকে এখানে আনা হয়েছিল।
একদা কামরু বুশাহার রাজ্যের রাজধানী ছিল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের পূর্বপুরুষ অনেক রাজার রাজ্যাভিষেক এখানে হয়েছে। এখানে প্রবেশ করতে হলে মাথায় টুপি ও কোমরবন্ধ পড়তে হয়। সাংলার আলু বিখ্যাত। সাংলার বাজার থেকে সস্তায় শুকনো ফল কিনতে পারেন।
![]() |
কামরু দুর্গে বৌদ্ধ মন্দির |
![]() |
মন্দিরের কাঠের কাজ - ১ |
![]() |
মন্দিরের কাঠের কাজ - ২ |
![]() |
কামরু দুর্গ |
![]() |
কামরু দুর্গের কাঠের কাজ |
![]() |
কামরু দুর্গে বদ্রীনাথের মন্দির |
![]() |
কামরু দুর্গে আপেল গাছ |
![]() |
কামরু দুর্গে আখরোট গাছ |
![]() |
কামরু দুর্গ থেকে কিন্নর-কৈলাশ |
![]() |
কামরু গ্রামে পাহাড়ি ফুল |
ক্রমশঃ
পরের অংশের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন :
------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন