বসু বাড়ির দুর্গা পূজা, রামকৃষ্ণপুর, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
সঙ্গের প্রতিমার ছবি ২০১৮ সালের ষষ্ঠীর দিন তোলা।
 |
বসু বাড়ির ঠাকুর দালান |
 |
বসু বাড়ির প্রতিমা - ১ |
 |
বসু বাড়ির প্রতিমা - ২ |
 |
বসু বাড়ির প্রতিমা - ৩
রামকৃষ্ণপুরের বসু বাড়িতে যেতে হলে হাওড়া স্টেশন থেকে বাসে রামকৃষ্ণপুর নামুন। সেখান থেকে টোটোতে বা রিকশায় বসু বাড়ি। --------------------------- রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন