নফর চন্দ্র পাল বাড়ির দুর্গা পূজা, রাজগঞ্জ, সাঁকরাইল, হাওড়া
শ্যামল কুমার ঘোষ
সংক্ষিপ্ত ইতিহাস : এন সি পাল ( নফর চন্দ্র পাল ) প্রধানত ইঁটখোলার ব্যবসা করতেন। এই ব্যবসা করে তিনি প্রচুর সম্পত্তি করেন। আন্দুল বাজারে এঁদের অনেক দোকান আছে। বর্তমানে এই বাড়ির ঠাকুরদালানে অনেক বাংলা গানের চলচ্চিত্রায়ণ করা হয়। পাঁচ পুরুষ ধরে এই বাড়িতে দুর্গা পূজা হয়ে আসছে।
সঙ্গের ছবিগুলো ২০১৮ সালের ষষ্ঠীর দিন তোলা।
![]() |
ঠাকুর দালান সহ এন সি পালের বাড়ি |
![]() |
বাড়ির একাংশ |
![]() |
প্রতিমা - ১ |
![]() |
প্রতিমা - ২ |
![]() |
প্রতিমা - ৩ |
![]() |
প্রতিমা - ৪ |
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
Great 👍
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন