মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

Guptipara Sen Bari Durga Puja, Hooghly


সেনবাড়ির  দুর্গা  পূজা,  গুপ্তিপাড়া,  হুগলি

                                        শ্যামল  কুমার  ঘোষ 

             
  সঙ্গের  প্রতিমার  ছবি  ২০১৬  সালে  তোলা। 

প্রতিমা - ১

প্রতিমা - ২

             
গুপ্তিপাড়ার  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  সকাল  ৮ টা  ৬  মিনিটের  কাটোয়া  লোকাল  বা  হাওড়া  থেকে  কাটোয়া  লোকাল  ধরুন ।  ব্যাণ্ডেল  থেকেও  গুপ্তিপাড়া  যাওয়ার  গাড়ি  পাবেন ।  স্টেশন  থেকে  সেন  বাড়ি  যাওয়ার  রিকশা,  টোটো  বা  ভ্যান  রিকশা  পাবেন ।  কাছেই  গুপ্তিপাড়ার  বিখ্যাত  টেরাকোটার  চারটি  মন্দির  'বৃন্দাবনচন্দ্রের  মঠ'  অবশ্যই  দেখে  আসবেন।  আর  দেখবেন  'বিন্ধ্যাবাসিনী  মন্দির'  যেখানে  বাংলার  প্রথম  বারোয়ারি  পুজো ( জগদ্ধাত্রী )  অনুষ্ঠিত  হয়।



                        ---------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা। 


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

      প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন