সেনবাড়ির দুর্গা পূজা, গুপ্তিপাড়া, হুগলি
শ্যামল কুমার ঘোষ
সঙ্গের প্রতিমার ছবি ২০১৬ সালে তোলা।
প্রতিমা - ১ |
প্রতিমা - ২ |
গুপ্তিপাড়ার যেতে হলে শিয়ালদহ থেকে সকাল ৮ টা ৬ মিনিটের কাটোয়া লোকাল বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরুন । ব্যাণ্ডেল থেকেও গুপ্তিপাড়া যাওয়ার গাড়ি পাবেন । স্টেশন থেকে সেন বাড়ি যাওয়ার রিকশা, টোটো বা ভ্যান রিকশা পাবেন । কাছেই গুপ্তিপাড়ার বিখ্যাত টেরাকোটার চারটি মন্দির 'বৃন্দাবনচন্দ্রের মঠ' অবশ্যই দেখে আসবেন। আর দেখবেন 'বিন্ধ্যাবাসিনী মন্দির' যেখানে বাংলার প্রথম বারোয়ারি পুজো ( জগদ্ধাত্রী ) অনুষ্ঠিত হয়।
------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন