গোবরডাঙ্গা মুখোপাধ্যায় বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
শিয়ালদহ-বনগাঁ রেলপথের একটি স্টেশন গোবরডাঙ্গা। রেলপথে কলকাতা থেকে দূরত্ব ৫৭ কিমি। গোবরডাঙ্গা উত্তর ২৪ পরগণা জেলার একটি পৌর শহর। স্টেশন থেকে অটো বা টোটোতে প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
![]() |
গোবরডাঙ্গা জমিদার বাড়ি |
![]() |
পঙ্খের কাজ |
![]() |
জমিদার বাড়ির সিংহদুয়ার |
![]() |
প্রাচীন সূর্যঘড়ি |
![]() |
প্রতিমা- ১ |
![]() |
প্রতিমা- ২ |
কী ভাবে যাবেন ?
শিয়ালদহ-বনগাঁ রেলপথের গোবরডাঙ্গা স্টেশনে নামুন। স্টেশন থেকে টোটো বা ভ্যান-রিকশায় পৌঁছে যান প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
তথ্য সূত্র :
১) পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা ( তৃতীয় খণ্ড )
********
প্রসন্নময়ী কালীমন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন