গোবরডাঙ্গা মুখোপাধ্যায় বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
শিয়ালদহ-বনগাঁ রেলপথের একটি স্টেশন গোবরডাঙ্গা। রেলপথে কলকাতা থেকে দূরত্ব ৫৭ কিমি। গোবরডাঙ্গা উত্তর ২৪ পরগণা জেলার একটি পৌর শহর। স্টেশন থেকে অটো বা টোটোতে প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
![]() |
গোবরডাঙ্গা জমিদার বাড়ি |
![]() |
পঙ্খের কাজ |
![]() |
জমিদার বাড়ির সিংহদুয়ার |
![]() |
প্রাচীন সূর্যঘড়ি |
![]() |
প্রতিমা- ১ |
![]() |
প্রতিমা- ২ |
কী ভাবে যাবেন ?
শিয়ালদহ-বনগাঁ রেলপথের গোবরডাঙ্গা স্টেশনে নামুন। স্টেশন থেকে টোটো বা ভ্যান-রিকশায় পৌঁছে যান প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
তথ্য সূত্র :
১) পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা ( তৃতীয় খণ্ড )
********
প্রসন্নময়ী কালীমন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন