গোবরডাঙ্গা মুখোপাধ্যায় বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
শিয়ালদহ-বনগাঁ রেলপথের একটি স্টেশন গোবরডাঙ্গা। রেলপথে কলকাতা থেকে দূরত্ব ৫৭ কিমি। গোবরডাঙ্গা উত্তর ২৪ পরগণা জেলার একটি পৌর শহর। স্টেশন থেকে অটো বা টোটোতে প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
গোবরডাঙ্গা জমিদার বাড়ি |
পঙ্খের কাজ |
জমিদার বাড়ির সিংহদুয়ার |
প্রাচীন সূর্যঘড়ি |
প্রতিমা- ১ |
প্রতিমা- ২ |
কী ভাবে যাবেন ?
শিয়ালদহ-বনগাঁ রেলপথের গোবরডাঙ্গা স্টেশনে নামুন। স্টেশন থেকে টোটো বা ভ্যান-রিকশায় পৌঁছে যান প্রসন্নময়ী কালীমন্দির। কাছেই এই মুখোপাধ্যায় বাড়ি।
তথ্য সূত্র :
১) পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা ( তৃতীয় খণ্ড )
********
প্রসন্নময়ী কালীমন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
------------------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন