রাজারহাট বিষ্ণুপুরের ঘোষ বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
সংক্ষিপ্ত ইতিহাস : এঁদের পূর্বপুরুষ হুগলির বালি থেকে বারাসাতের মহেশ্বরপুরে এসে বসবাস শুরু করেন। পরে এই পরিবারের রামরাম ঘোষ আসেন রাজারহাট বিষ্ণুপুরে। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের একজন বিশ্বস্ত কর্মচারী। তাঁর জ্যেষ্ঠ পুত্র রামনিধি ঘোষ বিষ্ণুপুর ও ভাঙড়ের ঘুনী-মেঘী অঞ্চলে কিছু জমির স্বত্ব পান মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। এই পরিবারের এক ছেলে শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দ। বাড়ির তাঁর অংশে গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ মঠ।
সঙ্গের প্রতিমা ও অন্যান্য ছবিগুলো ২০১৮ সালে সপ্তমীর দিন তোলা।
![]() |
শ্রীরামকৃষ্ণ মঠ |
![]() |
দুর্গাদালানের সংলগ্ন শ্রীরামকৃষ্ণ মন্দির |
![]() |
মন্দিরের ভিতরের দৃশ্য |
![]() |
দুর্গা প্রতিমা - ১ |
![]() |
দুর্গা প্রতিমা - ২ |
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
কী ভাবে যাবেন ?
ঘোষ বাড়ি যেতে হলে উল্টোডাঙা স্টেশন থেকে ২১১ ( পাথরঘাটা ), পোলেরহাট-শ্যামবাজার, ৯১ C, হাড়োয়া-ডানকুনি বাসে উঠুন। ২১১ ( পাথরঘাটা ) বাসে বটতলায় নামুন। বাকি বাসগুলোতে গেলে ঘোষ বাড়ি নামুন।
---------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন