বাগবাজার হালদার বাড়ির দুর্গা পূজা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার বারোয়ারি পুজোতে 'কর্পোরেট' হস্তক্ষেপের পর দুর্গাপুজোতে এল এক আমূল পরিবর্তন। ক্লাবগুলোর মধ্যে শুরু হল সুস্থ প্রতিযোগিতা। শুরু হল থিমের পুজো।
প্রতি বছর ক্লাবগুলোর নতুন নতুন থিম দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। এখন তো মহালয়া থেকেই শুরু হয় ঠাকুর দেখা। এই সব পুজোতে পুজোটা হয় গৌণ। কিন্তু এই বারোয়ারি পুজোর বাইরে আর এক রকম পুজো হয় কলকাতার বনেদি বাড়িগুলোর থামওয়ালা ঠাকুরদালানে। এই সব বাড়ির পুজো কোনটা একশ বছরের পুরানো। কোনটা আবার দু-তিনশ, এমন কি চারশ বছরেরও বেশি পুরানো। এই সব বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি, ইতিহাস আর পরম্পরা। এখন হয়তো আগের মত সেই চোখ-ধাঁধানো জৌলুস নেই, ঠিকই। কিন্তু এই সব বাড়িতে পুজো হয় অতীতের পরম্পরা মেনে, নিষ্ঠা সহকারে। বাড়ির বেশির ভাগ সভ্য-সভ্যারা কলকাতার অন্যত্র, বাংলার বাইরে এমন কি বিদেশেও থাকেন। তাঁরা পুজো উপলক্ষ্যে এক সঙ্গে মিলিত হন। এই সব বাড়ির সাবেকি পুজোতে উপস্থিত হলে আপনি হয়তো পৌঁছে যাবেন সুদূর অতীতে। আজ বাগবাজার হালদার বাড়ি।
প্রতি বছর ক্লাবগুলোর নতুন নতুন থিম দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। এখন তো মহালয়া থেকেই শুরু হয় ঠাকুর দেখা। এই সব পুজোতে পুজোটা হয় গৌণ। কিন্তু এই বারোয়ারি পুজোর বাইরে আর এক রকম পুজো হয় কলকাতার বনেদি বাড়িগুলোর থামওয়ালা ঠাকুরদালানে। এই সব বাড়ির পুজো কোনটা একশ বছরের পুরানো। কোনটা আবার দু-তিনশ, এমন কি চারশ বছরেরও বেশি পুরানো। এই সব বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি, ইতিহাস আর পরম্পরা। এখন হয়তো আগের মত সেই চোখ-ধাঁধানো জৌলুস নেই, ঠিকই। কিন্তু এই সব বাড়িতে পুজো হয় অতীতের পরম্পরা মেনে, নিষ্ঠা সহকারে। বাড়ির বেশির ভাগ সভ্য-সভ্যারা কলকাতার অন্যত্র, বাংলার বাইরে এমন কি বিদেশেও থাকেন। তাঁরা পুজো উপলক্ষ্যে এক সঙ্গে মিলিত হন। এই সব বাড়ির সাবেকি পুজোতে উপস্থিত হলে আপনি হয়তো পৌঁছে যাবেন সুদূর অতীতে। আজ বাগবাজার হালদার বাড়ি।
বাগবাজার হালদার বাড়ি :
১৭ / ১ কালী প্রসাদ চক্রবর্ত্রী স্ট্রিট, কলকাতা - ৩
( বাগবাজার সার্বজনীন পুজোর কাছে )
এই বাড়ির দুর্গা বিগ্রহ কষ্টিপাথরে নির্মিত। প্রায় সাড়ে চারশ বছর ধরে এই বাড়িতে দেবীর নিত্য পূজা হয়ে আসছে। দুর্গা পূজার সময় বিগ্রহের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পুজো এই বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ।
এখানে উল্লেখ্য, কুমারী পুজা দুর্গা পুজার একটি অঙ্গ। কালীপূজা, জগদ্ধাত্রীপূজা, অন্নপূর্ণাপূজা ও কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারী পূজার প্রচলন রয়েছে। এক বছর থেকে ষোল বছর বয়সী যে কোন অরজা মেয়ে কুমারী হিসাবে পূজার যোগ্য। তবে সাধারণত দু বছর থেকে দশ বছর বয়সী এবং ব্রাহ্মণ কুমারী মেয়েই কুমারী হিসাবে পুজো করা হয়। বয়স ভেদে পূজিত কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। যথা :
১ বছরের কুমারীর নাম : সন্ধ্যা
২ বছরের কুমারীর নাম : সরস্বতী
৩ বছরের কুমারীর নাম : ত্রিধামূর্তি
৪ বছরের কুমারীর নাম : কালিকা
৫ বছরের কুমারীর নাম : সুভাগা
৬ বছরের কুমারীর নাম : উমা
৭ বছরের কুমারীর নাম : মালিনী
৮ বছরের কুমারীর নাম : কুষ্ঠিকা
৯ বছরের কুমারীর নাম : কালসন্দর্ভা
১০ বছরের কুমারীর নাম : অপরাজিতা
১১ বছরের কুমারীর নাম : রুদ্রাণী
১২ বছরের কুমারীর নাম : ভৈরবী
১৩ বছরের কুমারীর নাম : মহালপ্তী
১৪ বছরের কুমারীর নাম : পীঠনায়িকা
১৫ বছরের কুমারীর নাম : ক্ষেত্রজ্ঞা
১৬ বছরের কুমারীর নাম : অন্নদা বা অম্বিকা
( বাংলা উইকিপিডিয়া থেকে )
( প্রতিমা ও অন্যান্য ছবিগুলো ২০১৮ সালের নবমীর দিন তোলা। )
ঠাকুর দালান |
দুর্গা বিগ্রহ - ১ |
দুর্গা বিগ্রহ - ২ |
কুমারী পুজো -১ |
কুমারী পুজো -২
অন্যান্য বনেদি বাড়ির পূজা দেখতে নিচের লিংকে ক্লিক করুন :
বনেদি বাড়ির দূর্গা পুজো, কলকাতা
------------------------------------ আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন