ভোলানাথ দত্ত বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার বারোয়ারি পুজোতে 'কর্পোরেট' হস্তক্ষেপের পর দুর্গাপুজোতে এল এক আমূল পরিবর্তন। ক্লাবগুলোর মধ্যে শুরু হল সুস্থ প্রতিযোগিতা। শুরু হল থিমের পুজো।
প্রতি বছর ক্লাবগুলোর নতুন নতুন থিম দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। এখন তো মহালয়া থেকেই শুরু হয় ঠাকুর দেখা। এই সব পুজোতে পুজোটা হয় গৌণ। কিন্তু এই বারোয়ারি পুজোর বাইরে আর এক রকম পুজো হয় কলকাতার বনেদি বাড়িগুলোর থামওয়ালা ঠাকুরদালানে। এই সব বাড়ির পুজো কোনটা একশ বছরের পুরানো। কোনটা আবার দু-তিনশ, এমন কি চারশ বছরেরও বেশি পুরানো। এই সব বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি, ইতিহাস আর পরম্পরা। এখন হয়তো আগের মত সেই চোখ-ধাঁধানো জৌলুস নেই, ঠিকই। কিন্তু এই সব বাড়িতে পুজো হয় অতীতের পরম্পরা মেনে, নিষ্ঠা সহকারে। বাড়ির বেশির ভাগ সভ্য-সভ্যারা কলকাতার অন্যত্র, বাংলার বাইরে এমন কি বিদেশেও থাকেন। তাঁরা পুজো উপলক্ষ্যে এক সঙ্গে মিলিত হন। এই সব বাড়ির সাবেকি পুজোতে উপস্থিত হলে আপনি হয়তো পৌঁছে যাবেন সুদূর অতীতে। আজ ভোলানাথ দত্ত বাড়ি।
প্রতি বছর ক্লাবগুলোর নতুন নতুন থিম দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। এখন তো মহালয়া থেকেই শুরু হয় ঠাকুর দেখা। এই সব পুজোতে পুজোটা হয় গৌণ। কিন্তু এই বারোয়ারি পুজোর বাইরে আর এক রকম পুজো হয় কলকাতার বনেদি বাড়িগুলোর থামওয়ালা ঠাকুরদালানে। এই সব বাড়ির পুজো কোনটা একশ বছরের পুরানো। কোনটা আবার দু-তিনশ, এমন কি চারশ বছরেরও বেশি পুরানো। এই সব বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি, ইতিহাস আর পরম্পরা। এখন হয়তো আগের মত সেই চোখ-ধাঁধানো জৌলুস নেই, ঠিকই। কিন্তু এই সব বাড়িতে পুজো হয় অতীতের পরম্পরা মেনে, নিষ্ঠা সহকারে। বাড়ির বেশির ভাগ সভ্য-সভ্যারা কলকাতার অন্যত্র, বাংলার বাইরে এমন কি বিদেশেও থাকেন। তাঁরা পুজো উপলক্ষ্যে এক সঙ্গে মিলিত হন। এই সব বাড়ির সাবেকি পুজোতে উপস্থিত হলে আপনি হয়তো পৌঁছে যাবেন সুদূর অতীতে। আজ ভোলানাথ দত্ত বাড়ি।
ভোলানাথ দত্ত বাড়ি :
ভোলানাথ ধাম, ৩৩/২, বিডন স্ট্রিট। ( অভেদানন্দ রোড। )
উত্তর কলকাতার এই দত্ত পরিবার গন্ধবণিক সম্প্রদায়ভুক্ত। পরিবারের দাবি, এই পরিবার চাঁদ সদাগর ও ধনপতি সদাগরের বংশ। চাঁদ সদাগর ছিলেন পরম শিবের ভক্ত। দত্ত বংশের বলরাম দত্ত বর্ধমান জেলার নপাড়া গ্রাম থেকে এসে কলকাতার বিভিন্ন স্থানে বসবাস করেন এবং ব্যবসা করে উন্নতি লাভ করেন। ভোলানাথ দত্ত বলরাম দত্তেরই উত্তরসূরি। তিনি কাগজের ব্যবসা করে প্রচুর সম্পত্তির অধিকারী হন। তিনি কাশীধামে ভোলানাথ আশ্রমে প্রথম শিবদুর্গা মূর্তিতে দুর্গা পুজোর প্রবর্তন করেন। পরে উত্তর কলকাতার ভোলানাথ ভবনে পুজো শুরু হয়। এই বাড়িতে পুজোর সময় বাড়ির উঠোনে সুন্দর আলপনা দেওয়া হয়। দীপাবলিতে এই বাড়ি থেকে সুন্দর সুন্দর ফানুস তৈরি করে ছাড়া হয়।
বাড়ি, প্রতিমা ও উঠোনে দেওয়া আলপনার ছবি ( ২০১৫ সালে তোলা ) :
ভোলানাথ ধাম, ৩৩/২, বিডন স্ট্রিট। ( অভেদানন্দ রোড। )
উত্তর কলকাতার এই দত্ত পরিবার গন্ধবণিক সম্প্রদায়ভুক্ত। পরিবারের দাবি, এই পরিবার চাঁদ সদাগর ও ধনপতি সদাগরের বংশ। চাঁদ সদাগর ছিলেন পরম শিবের ভক্ত। দত্ত বংশের বলরাম দত্ত বর্ধমান জেলার নপাড়া গ্রাম থেকে এসে কলকাতার বিভিন্ন স্থানে বসবাস করেন এবং ব্যবসা করে উন্নতি লাভ করেন। ভোলানাথ দত্ত বলরাম দত্তেরই উত্তরসূরি। তিনি কাগজের ব্যবসা করে প্রচুর সম্পত্তির অধিকারী হন। তিনি কাশীধামে ভোলানাথ আশ্রমে প্রথম শিবদুর্গা মূর্তিতে দুর্গা পুজোর প্রবর্তন করেন। পরে উত্তর কলকাতার ভোলানাথ ভবনে পুজো শুরু হয়। এই বাড়িতে পুজোর সময় বাড়ির উঠোনে সুন্দর আলপনা দেওয়া হয়। দীপাবলিতে এই বাড়ি থেকে সুন্দর সুন্দর ফানুস তৈরি করে ছাড়া হয়।
বাড়ি, প্রতিমা ও উঠোনে দেওয়া আলপনার ছবি ( ২০১৫ সালে তোলা ) :
বাড়ি |
বাড়ির উপরে শিল্পকর্ম |
প্রতিমা - ১ |
প্রতিমা - ২ |
উঠোনে দেওয়া আলপনা ------------------------------------ আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন